15 আগস্ট ব্যানার ডিজাইন ফ্রি ডাউনলোড
15 august banner design free download
ফাইলটিতে যা থাকছে .......
👉 EPS File
👉 300 Dpi
👉 CMYK color
👉 Vector file
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মুজিবুর রহমান
১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লাঠি হাতে জড়ো হয় প্রায় ১০ লক্ষ্য মানুষ।এই জনতা পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির দাবি করেছিল। জনতার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেদিন পাকিস্তানি সৈন্যরা স্বাধীনতার এই দাবিকে বাধা প্রয়োগ করে দমন করলেও ১৯৭১ সালের ২৫ মার্চ আবারো 'বঙ্গবন্ধু' নামে পরিচিত 'শেখ মুজিব' ঢুঁ মেরেছিলেন। তিনি বলেন, "আমি বাংলাদেশের সকল জনগণের প্রতি আহবান জানাই, তারা যেখানেই থাকুক এবং তাদের হাতে যা কিছু থাকুক না কেন, তারা যেন পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিহত করে। পাকিস্তানি বাহিনীর প্রতিটি সৈন্যকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত তোমাদের লড়াই অব্যাহত থাকবে ।" .
15 আগষ্ট
বাংলাদেশের রাজধানী ঢাকা এর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর হয়নি। এই সড়কে নির্মিত ৬৭৭ নম্বর বাড়িটিকে ঘিরে রেখেছিল বাংলাদেশের কিছু বিদ্রোহী সেনা সৈন্য। এ সময় ঘরে নীরবতা বিরাজওমান ছিল এবং সকল সদস্যরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। হঠাৎ নীরবতা ছিন্ন করে গুলি ছুড়তে থাকে সেনারা। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে একে একে সব সদস্যকে হত্যা করে। এবং সমস্ত সশস্ত্র যোদ্ধা তাদের বন্দুক নেড়ে বলতে শুরু করে যে 'এখন পুরো রাজবংশ শেষ' এবং এই বলে তারা বাড়ি থেকে বের হয়ে চলে গেল।
ডাউলোড করতে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন
# 15 আগস্ট ব্যানার ডিজাইন ফ্রি ডাউনলোড # 15 আগস্ট ব্যানার # 15 ব্যানার # 15 august banner design free download # 15 august banner # 15 august banner