Visiting Card Design/ বিজনেস কার্ড
ফাইলটিতে যা থাকছে .......
* EPS File
* 300 Dpi
* CMYK color
* Vector file
ভিজিটিং কার্ড সম্পর্কে কিছু ধারণা
একটি বিজনেস কার্ডের সব থেকে জরুরী বিষয় হচ্ছে তথ্যসমূহ। এখানে কার্ডের মালিকের এমন কিছু তথ্য দেয়া থাকবে যেগুলো তিনি দিতে চাচ্ছেন এবং তাঁর বিজনেসের জন্য প্রয়োজন। তথ্য ছাড়া কার্ড অচল। এই তথ্যসমূহ সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তথ্য সুন্দর করে সাজানোর মাধ্যমে ভিজিটিং কার্ড টির সুন্দর্য বৃদ্ধি করে তোলে। অযথা অপ্রয়োজনীয় বিষয় রেখে কার্ডটিতে ভরে ফেলা যাবে না।
একটি বিজনেস কার্ডের তথ্যসমূহকে অবশ্যই পরিষ্কার করে লিখতে হবে। এই কারণে লেখাগুলোর জন্য অবশ্যই আমাদের ‘এডোবি ইলাস্ট্রেটর’ ব্যবহার করতে হবে। কারণ ইলাস্ট্রেটরে লেখাগুলো সুন্দর, পরিষ্কার করে আসে যা ফটোশপে আসে না। প্রিন্টিং এর ক্ষেত্রে লেখাগুলো ইলাস্ট্রেটরেই করতে হবে। যদি কেউ ফটোশপ ইউজার হয়ে থাকে অর্থাৎ ফটোশপ এর কাজ ইলাস্ট্রেটরের থেকে বেশি করতে পারে, এই ক্ষেত্রে তথ্যগুলো লেখার জন্য প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে নিয়ে সকল লেখাগুলো ইলাষ্ট্রেটরে হাই রেজ্যুলেশান (৩০০ পিপিআই) দিয়ে লিখে নিতে হবে এবং সেগুলো কপি করে নিয়ে পরে এডোবি ফটোশপে বসাতে হবে। তাহলে তুলনামুলকভাবে লেখার কোয়ালিটি ভালো পাওয়া যাবে।